• facebook
  • twitter
Monday, 15 December, 2025

৫০ বছরের মহিলাকে ধর্ষণের অভিযোগে ধুন্দুমার মহেশতলায় 

কলকাতা ,২৩ নভেম্বর — ফের নিকৃষ্টতার চরম দৃষ্টান্তের পরিচয় পাওয়া গেলো মহেশতলায়।৫০ বছরের এক মহিলার ঘরে ঢুকে তাকে গলা টিপে ধর্ষণের  অভিযোগ উঠল স্থানীয় এক ব্যবসায়ীপুত্রের বিরুদ্ধে।এই ঘটনায় বুধবার সকালে ধুন্ধুমার বাঁধে মহেশতলার মণ্ডলপাড়ায়।এলাকার মানুষ ক্ষোভে ফেটে পরে অভিযুক্ত যুবকের বাড়ি ও দোকানে ব্যাপক ভাঙচুর চালায় ।ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়,মণ্ডলপাড়ার বাসিন্দা ওই

কলকাতা ,২৩ নভেম্বর — ফের নিকৃষ্টতার চরম দৃষ্টান্তের পরিচয় পাওয়া গেলো মহেশতলায়।৫০ বছরের এক মহিলার ঘরে ঢুকে তাকে গলা টিপে ধর্ষণের  অভিযোগ উঠল স্থানীয় এক ব্যবসায়ীপুত্রের বিরুদ্ধে।এই ঘটনায় বুধবার সকালে ধুন্ধুমার বাঁধে মহেশতলার মণ্ডলপাড়ায়।এলাকার মানুষ ক্ষোভে ফেটে পরে অভিযুক্ত যুবকের বাড়ি ও দোকানে ব্যাপক ভাঙচুর চালায় ।ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়,মণ্ডলপাড়ার বাসিন্দা ওই মহিলা বাড়িতে একাই থাকতেন।তাঁর স্বামী বেশ কয়েক বছর আগে মারা গিয়েছেন।একমাত্র ছেলে কর্মসূত্রে বাইরে থাকে। অভিযোগ, মঙ্গলবার রাতে মদ্যপ অবস্থায় অভিযুক্ত যুবক জোর করে ওই মহিলার ঘরে ঢুকে তাঁর গলা টিপে ধরে তাঁকে ধর্ষণ করে।এরপর মহিলা অচৈতন্য হয়ে পড়লে ঘাবড়ে যায়।ভয় পেয়ে নিজের বাবাকে গিয়ে নিজের দুষ্কর্মের কথা জানায়।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে মহেশতলা থানার পুলিশ।আশঙ্কাজনক অবস্থায় মহিলাকে উদ্ধার করে প্রথমে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় খিদিরপুরের একটি নার্সিংহোমে ভর্তি করা হয় তাঁকে। নির্যাতিতার শারীরিক অবস্থা যথেষ্টই জটিল বলে জানিয়েছেন ডাক্তাররা।

Advertisement

Advertisement

Advertisement