সকলের নজর এড়িয়ে একজন উঠে যাচ্ছিল উপরের দিকে।নজরে আসতেই বন্ধ করে দেয়া হয় প্যারিসের আইফেল টাওয়ার।সােমবার সন্ধ্যায় ঘটেছে এই ঘটনা।সঙ্গে সঙ্গে জরুরি ভিত্তিতে শুরু হয়ে যায় ওই ব্যক্তিকে নামানাের কাজ।নামে বিরাট পুলিশ বাহিনী। খালি করে দেয়া হয় টাওয়ারের তলাও।পুলিশ ৬ ঘণ্টার চেষ্টায় ওই ব্যক্তিকে নামাতে সক্ষম হয়।কিন্তু কেন সে আইফেল টাওয়ারে উঠেছিল তা এখনও জানা যায়নি ।
২০১৭ সালের অক্টোবরে এক যুবক টাওয়ারে চড়ে আত্মহত্যার হুমকি দিয়েছিল।বুঝিয়ে – সুজিয়ে তাকে নিচে নামিয়ে আনে পুলিশ।২০১৪ সালে টাওয়ারের ৩০ মিটার পর্যন্ত উঠে পড়েছিল এক মদ্যপ।
Advertisement
বছরে ৭০ লক্ষ মানুষ আইফেল টাওয়ার দেখতে আসেন।গত সপ্তাহেই ৩২৪ মিটার উচু আইফেল টাওয়ারের ১৫০ বছর পূর্তি পালন করা হয়েছে।
Advertisement
Advertisement



