সিঙ্গাপুর ,১১ নভেম্বর — লালু প্ৰসাদ যাদবের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বর্তমানে তিনি চিকিৎসা সূত্রে সিঙ্গাপুরে।কিডনি জনিত সমস্যায় ভুগছেন তিনি। সিঙ্গাপুরের চিকিৎসকেরাও মনে করেন কিডনি ট্রান্সপ্লান্ট একমাত্র বিকল্প লালুপ্রসাদ যাদবকে সুস্থ করে তোলার জন্য।আগামী ২৫ নভেম্বর তাঁর কিডনি প্রতিস্থাপন করার কথা।
লালুপ্রসাদের পরিবার সূত্রে জানা গিয়েছে, পরিবার এবং দল মিলিয়ে ২৬ জন নেতাকে কিডনি দিতে চেয়েছিলেন।লালু প্রসাদের ছোট মেয়ে রোহিণী চিকিৎসকদের বলেন, আগে তাঁর কিডনি মিলিয়ে দেখা হোক বাবাকে দেওয়া যাবে কিনা। চিকিৎসকেরা পরীক্ষা নিরীক্ষার পর গ্রীন সিগন্যাল দিতেই রোহিণী লিখিত সম্মতি দিয়ে দেন।ঠিক হয়েছে, ছোট মেয়ে রোহিণী বাবাকে কিডনি দেবেন।তিনি সিঙ্গাপুরের বাসিন্দা। ছোট মেয়ের কাছেই উঠেছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি সুপ্রিমো।পরিবারের লোকেরা রোহিনীকে অনেক বোঝান যে তাকে কিডনি দিতে হবে না। কিন্তু মেয়ে নিজের কিডনি দিয়েই বাবাকে বাঁচাতে অনড়।
Advertisement
Advertisement
Advertisement



