ক্যানবেরা, ১০ নভেম্বর– সাপের কামড় খেয়েছিল ছেলে। কিন্তু তাতে আমল দেননি তার বাবা। যার জেরে সঠিক সময়ে চিকিৎসা না করানোয় মৃত্যুর কোলে ঢলে পড়ল ১১ বছরের এক কিশোর। সেই ঘটনায় খুনের অভিযোগ দায়ের করা হল কিশোরের বাবার বিরুদ্ধে।
সংবাদ সংস্থা সূত্রে খবর, ২০২১ সালের নভেম্বর মাসের ঘটনা। জানা গিয়েছে, ওই সময় অস্ট্রেলিয়ার ক্যুইন্সল্যান্ডে এক বন্ধুর বাড়িতে ছেলেকে নিয়ে গিয়েছিলেন কেরোড ফ্রাহম নামে এক ব্যক্তি। সেখানে তাঁর ছেলে ট্রিস্টিয়ান জানায় যে, তাকে সাপ কামড়েছে। কিন্তু তা জানানোর পরও ফ্রাহম গুরুত্ব দেননি।
Advertisement
Advertisement
Advertisement



