অমরাবতী, ২৪ অক্টোবর– প্রেমে প্রত্যাখ্যাত হয়ে তরুণী ও তাঁর পরিবারের সদস্যদের রড ও ছুরি নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলায়।
সংবাদ সংস্থা সূত্রে খবর, তরুণী ও তাঁর পরিবারের ১১ সদস্যকে রড দিয়ে মারধর করেন বলে অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে। তরুণী ও তাঁর পরিবারের দু’জনের শারীরিক অবস্থা সঙ্কটজনক। তাঁদের গুন্টুর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকি জখম ৯ জনকে ভর্তি করানো হয়েছে নরসরাওপেট সরকারি হাসপাতালে।
Advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুন্টুর জেলার ফিরাঙ্গিপুরমে ঘটনাটি ঘটেছে। সোমবার এই ঘটনার কথা প্রকাশ্যে আসে। অভিযুক্ত যুবকের নাম পেরাম এদুকোন্ডালু। অভিযোগ গ্রামের এক তরুণীর প্রেমে পড়েছিলেন তিনি। কিন্তু অন্য এক ব্যক্তির সঙ্গে বাগ্দান হয় ওই তরুণীর। অভিযোগ, প্রেমে প্রত্যাখ্যাত হওয়ার কারণেই ওই তরুণী ও তাঁর পরিবারের উপর হামলা চালান যুবক।
Advertisement
Advertisement



