• facebook
  • twitter
Friday, 5 December, 2025

নদিয়ায় গোষ্ঠীদ্বন্দ্বের জেরে গুলিবিদ্ধ তৃণমূল নেতা 

নদিয়া,১৬ অক্টোবর — নদিয়ার থানারপাড়ার পিয়ারপুরে তৃণমূল নেতা গুলিবিদ্ধ হন। অভিযোগ  শনিবার রাতে তৃণমূল নেতার বাড়িতে ভাঙচুর চালায় বেশ কিছু দুষ্কৃতী ,ভাঙচুর চালানোর পাশাপাশি এলোপাথাড়ি গুলি চালানো হয়। সেই গুলি হাসিবুলের  বাঁ-পায়ে লাগে। এবং তিনি গুরুতর আহত হন।গুলিবিদ্ধ অবস্থায় তৃণমূল নেতা  হাসিবুল মণ্ডলকে  স্থানীয়  গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।এই ঘটনায় এখনও পর্যন্ত ন’জনকে গ্রেফতার করা হয়েছে

প্রতীকী চিত্র।

নদিয়া,১৬ অক্টোবর — নদিয়ার থানারপাড়ার পিয়ারপুরে তৃণমূল নেতা গুলিবিদ্ধ হন। অভিযোগ  শনিবার রাতে তৃণমূল নেতার বাড়িতে ভাঙচুর চালায় বেশ কিছু দুষ্কৃতী ,ভাঙচুর চালানোর পাশাপাশি এলোপাথাড়ি গুলি চালানো হয়। সেই গুলি হাসিবুলের  বাঁ-পায়ে লাগে। এবং তিনি গুরুতর আহত হন।গুলিবিদ্ধ অবস্থায় তৃণমূল নেতা  হাসিবুল মণ্ডলকে  স্থানীয়  গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।এই ঘটনায় এখনও পর্যন্ত ন’জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

জানা গেছে, হাসিবুল ছিলেন প্রাক্তন প্রাক্তন পঞ্চায়েত সদস্য। তিনি থাকেন নদিয়ার করিমপুরের ২ নম্বর ব্লকের থানারপাড়া থানার পিয়ারপুরে। স্থানীয়দের অনুমান, গোষ্ঠীকোন্দলের জেরেই ঘটনা ঘটেছে।

Advertisement

Advertisement

Advertisement