ওয়াশিংটন ,১৪ অক্টোবর — বন্দুকবাজের হামলায় ফের রক্তাত্ত হলো আমেরিকা।আমেরিকায় এই ঘটনা নতুন নয় ,দিনের পর দিন ক্রমে বেড়েই চলেছে বন্ধুকবাজদের হামলা। এর আগেও ক্যালিফোর্নিয়ায় একটি স্কুলে শিশুদের টার্গেট করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল।কিছুদিনের মধ্যেই ফের উত্তর ক্যারোলিনায় হামলাবাজরা এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে বলে জানা যায়।এবং এই ঘটনায় মৃত্যু হল এক পুলিশ অফিসার-সহ ৫ জনের।
উত্তর ক্যারোলিনার ওই ঘটনায় সেই কিশোরকে আটক করা হয়েছে তার সঙ্গে একটি বড় বন্দুক ছিল বলে জানা গিয়েছে। প্রাথমিক ভাবে জানা যায়, পুলিশ তল্লাশি চালালেও অধরাই সন্দেহভাজন অভিযুক্ত। পরে অবশ্য টুইট করে জানানো হয় তাকে আটক করা হয়েছে।
Advertisement
Advertisement



