মুম্বাই, ১১ অক্টোবর– বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমা ‘রাম সেতু’র ট্রেলার মুক্তি পেলো সম্প্রতি।অক্ষয় কুমার এবং জ্যাকলিন ফার্নান্দেজ ছাড়াও ছবিতে অভিনয় করেছেন জ্যাকলিন নুশরাত ভারুচা। এটি একটি থ্রিলার মুভি। ছবিটি পরিচালনা করেছেন ‘তেরে বিন লাদেন’খ্যাত পরিচালক অভিষেক শর্মা।অক্ষয় কুমার তার ভক্তদের সাথে ট্রেলারটি শেয়ার করেছেন তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। পোস্টটি শেয়ার করার সময় তিনি লিখেছেন, “আপনারা ‘রামসেতু’র প্রথম ঝলক পছন্দ করেছেন…আশা করি আপনি ট্রেলারেও আরও বেশি ভালোবাসা দেখাবেন। অর ইস দিওয়ালি পে অপনে পরিবার কে সাথ রাম সেতু কী দুনিয়া কা হিস্সা বনিয়েগা রামসেতু ২৫ অক্টোবর বিশ্বব্যাপী শুধুমাত্র থিয়েটারে মুক্তি পেতে চলেছে।”
দুই মিনিটের ট্রেলারটি যেটা অভিনেতা তার ইনস্টাগ্রামে ভাগ করেছেন তা দেখে বোঝা গেল, অক্ষয় কুমারের চরিত্রের মিশনের একটি আভাস দেয় যা মাত্র তিন দিনের মধ্যে রাম সেটাকে বাঁচানোর জন্য দুঃসাহসিক নাটকটি একজন নাস্তিক প্রত্নতাত্ত্বিককে কেন্দ্র করে যিনি একজন আস্তিক হয়ে ওঠেন এবং অশুভ শক্তিগুলি ভারতীয় ইতিহাসের এই গুরুত্বপূর্ণ অংশটিকে ধ্বংস করার আগে কল্পিত রাম সেতুর সত্য প্রতিষ্ঠার জন্য সময়ের বিরুদ্ধে লড়াই করতে হবে।
Advertisement
Advertisement
Advertisement



