নদিয়া,১ অক্টোবর — বাঙালির বাংলা গানের প্রতি নস্টালজিয়া বরাবরই ছিল এবং থাকবে। জনপ্রিয় কোনো গান বাজলে বাঙালি তাতে কোমর না দুলিয়ে থাকতে পারেন না।তাই এবার দুর্গাপুজোর উদ্বোধনে এবার নাচতে দেখা গেল কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে ।
শুক্রবার পঞ্চমীর সন্ধ্যায় নদিয়ার নাকাশি পাড়ার বেথুয়াডহরিতে একটি দুর্গাপুজোর উদ্বোধনে গিয়েছিলেন মহুয়া। তাঁর সংসদীয় কেন্দ্রের মধ্যেই পড়ে ওই এলাকা। সেখানেই ওই এলাকার মহিলাদের সঙ্গে নাচতে নাচতে কিছুটা পথ অতিক্রম করেন তৃণমূল সাংসদ।নাকাশিপাড়ায় নাচের ছবিও টুইট করেছেন মহুয়া। তাতে তিনি লিখেছেন, ‘মহা পঞ্চমীর একটি সুন্দর মুহূর্ত।’
Advertisement
Advertisement
Advertisement



