হাসপাতাল সূত্রে জানা গেছে, খাদ্যে বিষক্রিয়ার ফলেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন ঘাসফুল বিধায়ক। আজ এসএসকেএম হাসপাতালে তাঁর একাধিক শারীরিক পরীক্ষা করা হবে বলে জানা গেছে। সূত্রের খবর, গতকাল রাতে তিনি তেলেভাজা জাতীয় কোনও খাবার খেয়েছিলেন। তার জেরেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের খবর, শনিবার রাত আটটা নাগাদ হঠাৎই নিজের অফিসে বসে কাজ করার সময় অসুস্থ বোধ করতে শুরু করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী।
প্রসঙ্গত, হুমায়ুন কবীর চন্দননগরের প্রাক্তন পুলিশ কমিশনার। অবসর নেওয়ার দুমাস আগেই তিনি চাকরি থেকে ইস্তফা দিয়ে কালনায় ঘাসফুল শিবিরের একটি জনসভায় আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করেন।
Advertisement
Advertisement
Advertisement



