উইম্বলডন,২৪ সেপ্টেম্বর — খুব কম মানুষ থাকেন যারা নিজের কাজ ও ব্যবহারের মাধ্যমে মানুষের মনে জায়গা তৈরী করে থাকেন। আর রোজার ফেডারের হলেন এমনি একজন কিংবদন্তি। বিদায়ের শেষ বেলায় কেঁদে ভাসালেন টেনিসের কিংবদন্তি তারকা। শেষ ম্যাচ, অনেক কিছু লিখে দিয়ে গেল। হেরেও যে মানুষের মন জয় করা যায় তা বুঝিয়ে দিয়ে গেলেন রজার ফেডেরার ।
এবারের লেভার কাপে মূল আকর্ষণই ছিলেন তিনি। অবসর নেওয়ার আগে শেষ ম্যাচ হিসেবে সেটাকেই বেছে নিয়েছিলেন টেনিস তারকা। বিদায়বেলায় তিনি দেখিয়ে দিয়ে গেলেন প্রতিদ্বন্দ্বীতা শুধু কোর্টে। বাইরে সবাই বন্ধু। তাই বন্ধুর বিদায়ে সবার চোখে জল। রজারের পাশে দাঁড়িয়ে অঝোরে কাঁদলেন তাঁর দুই চির প্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদাল ও নোভাক জকোভিচ। এই ফ্রেম বাঁধানো থাকবে বহু জায়গায়। অনেকেই বলছেন, টেনিসের ইতিহাসে এই মুহূর্ত সবথেকে সেরা হয়ে থেকে যাবে।
Advertisement
Advertisement
Advertisement



