শান্তিনিকেতন শিবম ঠাকুর কাণ্ডে উত্তপ্ত বিধানসভা 

Written by SNS September 21, 2022 2:39 pm

বীরভূম ,২১ সেপ্টেম্বর –– আবার একটি রোমহর্ষক ঘটনার সাক্ষী হয়ে রইলো শান্তিনিকেতন। রবিবার থেকে নিখোঁজ ছিল শান্তিনিকেতন  থানার মোলডাঙার পাঁচ বছরের শিশু শিবম ঠাকুর। মঙ্গলবার তার দেহ উদ্ধার হয় পাশের বাড়ি থেকে। অভিযোগ রুবি বিবি খুন করেছে শিবমকে। এই নিয়ে কালকেই আগুন জ্বলেছিল ওই গ্রামে। বুধবার সেই আঁচ পড়ল বিধানসভাতেও ।এদিন বিধানসভার অধিবেশনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেন। মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করেন বিরোধী দলনেতা। স্পিকার বলেন, মুখ্যমন্ত্রী এ ব্যাপারে অবগত রয়েছেন। এটা আলোচনার সময় নয়। এরপরেই বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি ।পাল্টা তৃণমূল বলে, ওঁদের আর রাজনীতি করার মতো কিছু নেই বলে একটা শিশুকে নিয়েও ওরা রাজনীতি করছে।বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, বাগুইআটির জোড়া খুনের পর শান্তিনিকেতনের এই ঘটনা প্রমাণ করে দিচ্ছে নিখোঁজ হওয়ার পর পুলিশ কোনও ব্যবস্থাই নিচ্ছে না। স্থানীয় থানার ওসিকে বরখাস্ত করার দাবি তুলেছে বিজেপি।