তিরুমালার মন্দিরে দীর্ঘক্ষণ প্রার্থনা করেন আম্বানি। প্রার্থনার পর টিটিডি অ্যাডিশনাল এক্সিকিউটিভ অফিসার এ ভেঙ্কট ধরমা রেড্ডির হাতে দেড় কোটি টাকার চেক তুলে দেওয়া হয়। পুজোআচ্চার পর পাহাড়ের গেস্ট হাউসে আধঘণ্টা মতো ছিলেন তাঁরা। তারপর আরও একটি ধর্মীয় আচরণে অংশ নেন তাঁরা। মন্দিরের গর্ভগৃহে দীর্ঘক্ষণ ধরে চলে সেই প্রার্থনা পর্ব। বৈদিক মন্ত্র উচ্চারণে সম্পন্ন হয় পুজোর্চনা। সেখান থেকে ফিরে আসার আগে মন্দিরের হাতিদেরও খাওয়ান মুকেশ আম্বানি।
Advertisement
Advertisement



