হাওড়া, ১৩ সেপ্টেম্বর — আজকে বিজেপির নবান্ন অভিযান। গোটা রাজ্যজুড়ে বিজেপি নবান্নমুখি। বিজেপির নবান্ন অভিযান আটকানোর জন্য গোটা কলকাতা পুলিশ দিয়ে ঘিরে ফেলা হয়েছে।আজ বিজেপির নবান্ন অভিযানে অনুমতি নেই পুলিশের। তবুও নবান্ন অভিযানে মরিয়া বিজেপি। তার আগেই বজ্রকঠিন নিরাপত্তা বেষ্টনীতে মোড়া হল নবান্নকে।নবান্নের দু’টি প্রবেশ পথে পরিচয়পত্র যাচাই করেই সরকারি কর্মচারীদের ঢুকতে দেওয়া হচ্ছে। নবান্নের কর্মচারীদের আইকার্ড দেখে তবেই ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে। বহিরাগতদের জন্য আজ নিয়ম বেশ কড়া।
Advertisement
Advertisement



