দিল্লি,১১সেপ্টেম্বরে —বছর দুয়েক পেরোলেই ২০২৪ ফের লোকসভা নির্বাচন।ভোটের দামামা বেঁজেছে আগেই।নরেন্দ্র মোদিই ফের বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী, এ নিয়ে কারও কোনও সংশয় নেই। কিন্তু বিরোধীপক্ষের প্রতিদ্বন্দ্বী কে হবে তা অজানা সকলের কাছেই।বিজেপি প্রশ্ন ছুড়ে দিয়েছেন বিরোধীদের কাছে, যে তাদের কাছে প্রধানমন্ত্রী মোদির বিকল্প হিসাবে পদপ্রার্থী কে আছেন।বিজেপির বলার উদ্দেশ যে প্রধানমন্ত্রীকে টেক্কা দেওয়ার মতো কেউ বিরোধী শিবিরে নেই।বিরোধী শিবিরের কেউ প্রধানমন্ত্রীর কাছে টিকতে পারবে না।
Advertisement
Advertisement



