জম্মু, ২৮ আগস্ট–ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়ে কম উত্তেজনা নেই খেলা ভক্তদের মাঝে। দুবাইয়ের মাটিতে নামলেন নামলেন রোহিত-বাবররা। কিন্তু সেই ম্যাচ এক সঙ্গে দেখা যাবে না। শুধু তাই নয়, ম্যাচ সংক্রান্ত কোনও কিছুই সোশ্যাল মিডিয়ায় দেওয়া যাবে না! এমনই ফরমান জারি করল শ্রীনগরের এক কলেজ।
জম্মু-কাশ্মীরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি কর্তৃপক্ষ নোটিস জারি করে জানিয়ে দিয়েছে যে, কোনওভাবেই একসঙ্গে বসে ভারত-পাকিস্তান ম্যাচ দেখা যাবে না। এমনকি ম্যাচ নিয়ে কোনও কিছুই পোস্ট করা যাবে না।
Advertisement
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলেজে যেকোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এই ব্যবস্থা করা হয়েছে। ম্যাচ ঘিরে যাতে কোনও বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তাই খেলা দেখার ব্যাপারে এই বিধিনিষেধ আরোপ করা হল।
Advertisement
Advertisement



