• facebook
  • twitter
Friday, 5 December, 2025

সময়ে হলফনামা জমা না দেওয়ায় রাজ্য সরকারকে জরিমানা করল কলকাতা হাইকোর্ট। 

কলকাতা ,২৪ আগস্ট –বাসভাড়া  নিয়ে কলকাতা হাইকোর্টে যে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল তাতে জোর ধাক্কা খেল রাজ্য সরকার। এদিন রাজ্য সরকারকে ১০ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। সেইসঙ্গে সময়ে রিপোর্ট না দেওয়ায় হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন এদিন তীব্র ভর্ৎসনা করে আদালতে। এদিন আদালত প্রশ্ন করে, মিনিবাস ও

bus fare

কলকাতা ,২৪ আগস্ট –বাসভাড়া  নিয়ে কলকাতা হাইকোর্টে যে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল তাতে জোর ধাক্কা খেল রাজ্য সরকার। এদিন রাজ্য সরকারকে ১০ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। সেইসঙ্গে সময়ে রিপোর্ট না দেওয়ায় হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন এদিন তীব্র ভর্ৎসনা করে আদালতে।

এদিন আদালত প্রশ্ন করে, মিনিবাস ও বাসের ভাড়া বৃদ্ধি নিয়ে হলফনামা চাওয়ার পরও কেন সময় মতো দিতে পারেনি পরিবহণ দফতর? তাদের কাছে কি পর্যাপ্ত তথ্য নেই? অভিযোগ, সরকারি বেঁধে দেওয়া ভাড়া নেওয়ার বালাই নেই কলকাতা-সহ সংলগ্ন অঞ্চলে। যে এমন ইচ্ছে ভাড়া নিচ্ছে। এখনও নিয়মানুযায়ী এমনি বাসে ন্যূনতম ভাড়া ৭ টাকা। কিন্তু সেই টিকিট পাওয়া যাচ্ছে না। এখন অলিখিতভাবেই ন্যূনতম ভাড়া ১০ টাকা হয়ে গিয়েছে। অথচ সরকার ভাড়া বাড়ায়নি। এই নিয়েই জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। কিন্তু সময়ে হলফনামা দিতে না পাড়ায় রাজ্য সরকারকে জরিমানা করল কলকাতা হাইকোর্ট।

Advertisement

Advertisement

Advertisement