• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

লক-আপ ভেঙে পালাল বন্ধুকে খুনে দুই অভিযুক্ত 

শালিমার, ২১ আগস্ট– শালিমার জিআরপি থানার লক আপ ভেঙে পালিয়ে গেল ২ বন্দি। পলাতক দুই অভিযুক্তই বন্ধুকে খুনে অভিযুক্ত । ঘটনটি ঘটেছে শালিমার জিআরপিতে । ঘটনাটি ঘটেছে গতকাল রাতে। শনিবার রাতে শালিমার জিআরপি থানার লক আপ ভেঙে পালিয়ে গেল ২ বন্দি। আসামি দুজনের নাম রাজু হরি এবং সমীরুল মোল্লা। পলাতক দুজনেই উলুবেড়িয়ার বাসিন্দা। পুলিশ জানিয়েছে

শালিমার, ২১ আগস্ট– শালিমার জিআরপি থানার লক আপ ভেঙে পালিয়ে গেল ২ বন্দি। পলাতক দুই অভিযুক্তই বন্ধুকে খুনে অভিযুক্ত । ঘটনটি ঘটেছে শালিমার জিআরপিতে ।

ঘটনাটি ঘটেছে গতকাল রাতে। শনিবার রাতে শালিমার জিআরপি থানার লক আপ ভেঙে পালিয়ে গেল ২ বন্দি। আসামি দুজনের নাম রাজু হরি এবং সমীরুল মোল্লা। পলাতক দুজনেই উলুবেড়িয়ার বাসিন্দা। পুলিশ জানিয়েছে অভিযুক্ত দু’জনের বিরুদ্ধে বন্ধুকে খুন করার অভিযোগ রয়েছে।

Advertisement

গত ১৭ অগস্ট আবাদা স্টেশনে চলন্ত লোকাল ট্রেন থেকে পড়ে মৃত্যু হয় ১৭ বছর বয়সি শুভম হরির। শুভমকে উদ্ধার করে জিআরপি উলুবেরিয়া মহাকুমা হাসপাতালে ভর্তি করে। কিন্তু সেখানেই তার মৃত্যু হয়।

Advertisement

মৃত শুভমের পরিবারের লোকজন অভিযোগের আঙুল তোলে শুভমের দুই বন্ধু রাজু এবং সমীরুলের দিকে। তাঁদের দাবি, দুই বন্ধু মিলে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দিয়ে খুন করেছে শুভমকে।

Advertisement