• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

ফণীর মতোই ভয়ঙ্কর হবে ঘূর্ণিঝড় মহাসেন

ফণীর ছোবল এখনও পুরােপুরি সামলে ওঠা যায়নি।এরই মধ্যে আরও একটি বিধবংসী ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিল দিল্লির মৌসম ভবন।

প্রতীকী ছবি(Photo: IANS)

ফণীর ছোবল এখনও পুরােপুরি সামলে ওঠা যায়নি।এরই মধ্যে আরও একটি বিধবংসী ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিল দিল্লির মৌসম ভবন।আবহাওয়া দফতর জানিয়েছে ক্রান্তীয় ঘূর্ণিঝড় মহাসেন রীতিমতাে চোখ রাঙাচ্ছে।আগামী ৭২ ঘন্টার মধ্যে উত্তর-পূর্ব ভারতে মহাসেন আছড়ে পড়বে বলে সতর্কতা জারি করা হয়েছে।

ঘূর্ণিঝড় মহাসেন আছড়ে পড়তে পারে অসম,মেঘালয়,নাগাল্যান্ড,মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় এর প্রভাবে এই রাজ্যগুলিতে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি হতে পারে।ঘন্টায় ৭০কিলােমিটার বেগে ঝড়াে হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisement

বাংলাদেশের চিটগাঙের কাছে খেপুপারা এবং টেকনাফের মধ্যে দিয়ে মহাসেন মায়ানমারে প্রবেশ করবে।আগামী তিন দিনের জন্য রাজ্যগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে।সাধারণ মানুষ ও প্রশাসনকে প্রাকৃতিক দুর্যোগ মােকাবিলার জন্য তৈরি থাকতে বলেছে নাগাল্যান্ড হােম কমিশনার টেমজেন টয়।

Advertisement

Advertisement