জেলে ঘুম আসছে না রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার চট্টোপাধ্যায়ের। শরীরও ভাল যাচ্ছে না কয়েদি নম্বর ৯৪৩৭৯৯-এর।
সূত্রের খবর, পা ফুলেছে তাঁর। তবে এখনই তাঁকে জেলের বাইরে হাসপাতালে নিয়ে যাওয়ার কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
Advertisement
জেল সূত্রে খবর, পার্থকে ‘কমন টয়লেট’ ব্যবহার করতে হচ্ছে। বিষয়টি পর্যবেক্ষণে রেখেছে জেল কর্তৃপক্ষ।
Advertisement
তবে জেল সূত্রে খবর, এখনও জেল হাসপাতালে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। জেলে বাড়তি কোনও সুবিধা পাচ্ছেন না পার্থ চট্টোপাধ্যায়। ব্যবহার করতে হচ্ছে ‘কমন টয়লেট’।
রাতে রুটি, ডাল, তরকারি খেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। জেল সূত্রে খবর, স্বাভাবিক অবস্থায় রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তবে বেশি কথা বলছেন না।
জেলে যা জলখাবার দেওয়া হয় তাই খেয়েছেন। পার্থ যে সেলে রয়েছেন, সেখান থেকে টিভি অনেক দূরে। তাই টিভি দেখার সুযোগ নেই।
তবে সূত্রের খবর, পার্থ বইপত্র ও খবরের কাগজ পড়েছেন। রবিবার দুপুরে জেলে সাধারণ খাবার দেওয়া হয়। তাই খান বলে সূত্রের খবর।
পার্থর বাড়ি থেকে এখনও ড্রাই ফুড দেওয়া হয়নি। বাড়ি থেকে ড্রাই ফুড দেওয়া হলে তা সাধারণত দেওয়া হয়।
তবে এটাও জানা যাচ্ছে, নিজের চিকিৎসা নিয়ে হতাশ পার্থ চট্টোপাধ্যায়। চিকিৎসার অসুবিধা নিয়ে তিনি জেল কর্তৃপক্ষকে জানিয়েছেন।
তবে জেল কর্তৃপক্ষের ওপর ভরসা রয়েছে পার্থর। তেমনটাই জানিয়েছেন তাঁর আইনজীবী।
পার্থ চট্টোপাধ্যায়ের পা কেমন রয়েছে, তার দিকে বিশেষ নজর রাখছে জেল কর্তৃপক্ষ। প্রয়োজনে চিকিৎসকদের পরামর্শ নেওয়া হবে বলে জানা গিয়েছে।
Advertisement



