কয়লা পাচার কাণ্ডে সঞ্জয় মালিক নামে এক ব্যবসায়ীকে হরিয়ানা থেকে গ্রেফতার করল সিআইডি। সঞ্জয় মলিক দিল্লির বাসিন্দা বলে জানা গিয়েছে।
মঙ্গলবার আসানসোলের সিজেএম আদালতে ধৃতকে তোলা হলে, বিচারক তাকে ১২ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছে।
Advertisement
এদিন বেলা ৰটা নাগাদ ধৃত এই ব্যবসায়ীকে কলকাতা থেকে আসানসোলে নিয়ে যান সিআইডি আধিকারিকরা।
Advertisement
এই ব্যবসায়ীর বিরুদ্ধে বারাবনি রেল সাইডিং থেকে কয়লা চুরির অভিযোগ রয়েছে আসানসোলের বিভিন্ন থানায়।
কয়লা পাচার কাণ্ডে আব্দুল বারিক বিশ্বাসকে গ্রেফতার হতে হয়েছে। এই আব্দুল বারিককে জিজ্ঞাসাবাদ করেই হরিয়ানার একটি ফার্ম হাউসে তল্লাশি চালায় ইডি’র আধিকারিকরা।
Advertisement



