স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে সূচনা হয়েছে অমৃত মহোৎসবের। যে কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৩ থেকে ১৫ আগস্ট প্রতিটি বাড়িতেই ত্রিবর্ণরঞ্জিত পতাকা উত্তোলিত হবে।
আর এই কর্মসূচি শুরুর আগে ভারতের পতাকা কোড ২০০২-এর পরিবর্তনও করেছে কেন্দ্র। এর ফলে এখন থেকে দিন-রাতব্যাপী ২৪ ঘণ্টাই পতাকা ওড়ানো যাবে।
Advertisement
শুধু তাই নয় এই প্রথমবার যন্ত্রে তৈরি ও পলিয়েস্টারের পতাকা ব্যবহারেরও অনুমতি দেওয়া হয়েছে।
Advertisement
ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা সমস্ত মন্ত্ৰক ও বিভাগের সচিবদের একটি চিঠিতে জানিয়েছেন, জাতীয় পতাকা প্রদর্শন, উত্তোলন ও ব্যবহারের ক্ষেত্রে জাতীয় পতাকা কোড, ২০০২ ও জাতীয় সম্মানের অবমাননা রোধ আইন, ১৯৭১ মেনে চলতে হবে।
সেই সঙ্গে জানানো হয়েছে, ২০ জুলাই, ২০২২ সালের সংশোধন অনুযায়ী, মুক্ত পরিবেশে কিংবা জনসাধারণের বাড়িতে জাতীয় পতাকা প্রদর্শিত হলে সেটিকে দিন ও রাতে ওড়ানো যাবে।
উল্লেখ্য, এতদিনের আইন অনুযায়ী, কেবল সুর্যোদয় থেকে সূর্যাক্ত পর্যন্তই জাতীয় পতাকা ওড়ানোর অনুমতি ছিল।
Advertisement



