• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বিশ্বের সেরা দশে ভারতের রাজীব গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর

পরিষেবার মান,উড়ান সূচি মেনে চলা,খাবারের গুণগতমান সহ অন্যান্য বিষয় পরীক্ষা করে বিমানবন্দরের মান নির্ধারণ করা হয়েছে।

রাজীব গান্ধি এয়ার পোর্ট File Photo: iStock)

বিশ্বের প্রথম ১০টি বিমানবন্দরের তালিকায় জায়গা করে নিল ভারতের রাজীব গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর। হায়দরাবাদের বিমানবন্দরটি অষ্টম স্থানে রয়েছে।

পরিষেবার মান, উড়ান সূচি মেনে চলা,খাবারের গুণগতমান সহ অন্যান্য বিষয় পরীক্ষা করে বিমানবন্দরের মান নির্ধারণ করা হয়েছে।বিমান যাত্রীদের সংগঠন এয়ারহেল্প-এর বিচারে বিশ্বের অন্যান্য বিমানবন্দরের মধ্যে প্রথমে রয়েছে কাতারের হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপাের্ট।

Advertisement

দ্বিতীয় স্থানে রয়েছে টোকিয়াে আন্তর্জাতিক বিমানবন্দর, তৃতীয় স্থানে রয়েছে এথেন্স আন্তর্জাতিক বিমানবন্দর। পর্তুগালের লিবসন পাের্টেল এয়ারপাের্ট সব থেকে খারাপ বিমানবন্দর বলে চিহ্নিত হয়েছে।

Advertisement

Advertisement