• facebook
  • twitter
Friday, 5 December, 2025

হায়দ্রাবাদকে হারিয়ে মুম্বাই সিটি জিতল

আইএসএল ফুটবলের লিগ টেবলে শীর্ষস্থানে রইল মুম্বই সিটি ফুটবল ক্লাব। রবিবার মুম্বই দল ২-০ গােলে হায়দ্রাবাদ এফসি কে হারিয়ে দিল।

হায়দ্রাবাদ বনাম মুম্বাই সিটি (ছবি: SNS Web)

আইএসএল ফুটবলের লিগ টেবলে শীর্ষস্থানে রইল মুম্বই সিটি ফুটবল ক্লাব। রবিবার মুম্বই দল ২-০ গােলে হায়দ্রাবাদ এফসি কে হারিয়ে দিল। সাত ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে মুম্বই দল সবার উপরেই থাকল।

আর এদিন বিশ্বমানের গেল দেখতে পাওয়া গেল ৩৬ মিনিটে ভিগনেসের পা থেকে। হায়দরাবাদ হাড্ডাহাড্ডি লড়াই করেও পয়েন্ট ছিনিয়ে নিতে পারেনি। মুম্বইয়ের বিপিন ও ভিগনেস জুটির দুরন্ত ভূমিকা ম্যাচের চেহারা বদল করে দিয়েছে।

Advertisement

৪০ গজ দূর থেকে ভিগনেসের বাড়ানাে বলে দারুণ গােল করেন বিপিন। খেলার প্রথম পর্বে মুম্বই দল ১-০ গােলে এগিয়ে ছিল মুম্বই দল। খেলার ৫৯ মিনিটে মুম্বইয়ের হয়ে দ্বিতীয় গােলটি করেন অ্যাডাম লেফন্দ্রে।

Advertisement

Advertisement