সামাজিক,রোমাঞ্চকর নতুন ছন্দের গল্প ‘সৎ ভূত অদ্ভুত’।প্রীতম সরকার পরিচালিত ও ববি চৌধুরি প্রযোজনায় তৈরি এই ছবির চরিত্রের লুক প্রকাশ পেল।
মুখ্য চরিত্রে অভিনয় করছেন পরান বন্দ্যোপাধ্যায়। তিনি এখানে ভূতের রাজা। তাছাড়া আছেন পার্থ চক্রবর্তী , প্রসূন গাইন , পূজা সরকার , ইভলিনা চক্রবর্তী সহ আরও অনেকে।
Advertisement
‘দুটি অসৎ ছেলের সৎ পথে আসার লড়াই। জঙ্গলে রহস্যময় এক ঘটনা ঘটার মূহুর্তের সাক্ষী। শর্ত পূরণের তাগিদে সমাজের বড় বড় মহারথীদের সঙ্গে পাল্লা দিয়ে কিভাবে তাদের জীবনের ছন্দ বদলাবে’ এই নিয়ে ছবির গল্প, জানালেন পরিচালক।
Advertisement
আদৌ কী বদলাবে? কী ঘটেছিল সেদিনের রাতে জঙ্গলে? তা জানতে হলে ছবির ট্রেলার মুক্তির জন্য অপেক্ষা করতে হবে।
Advertisement



