• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ইডি মোদী সরকারের কথা মতন চলে, তোপ কংগ্রেসের

সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীকে ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডি-র তলব নিয়ে দিল্লি থেকে দলের নেতা-কর্মীরা বিক্ষোভ আন্দোলন শুরু করেন।

কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীকে ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডি-র তলব নিয়ে দিল্লি থেকে দলের নেতা-কর্মীরা বিক্ষোভ আন্দোলন শুরু করেন।

গত দুই সপ্তাহে ইডি রাহুল গান্ধীকে কমপক্ষ ৫০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা ইডির এহেন এমন ‘উঠে পড়ে লাগা’য় কংগ্রেস শীর্ষ নেতৃত্বের অভিযোগ, ইডি এখন কাজ ছেড়ে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের ইশারাতেই কাজ করছে।

Advertisement

গত মঙ্গলবার বেআইনি আর্থিক লেনদেনের মামলায় রাহুল গান্ধীকে ইডি প্রায় সাড়ে ন’ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে। রাত ৮টা নাগাদ বোন প্রিয়ঙ্কা গান্ধী বঢরার সঙ্গে বাড়ি ফিরেছিলেন কংগ্রেস নেতা।

Advertisement

রাহুলকে বার বার ইডি তলব এমন ‘হেনস্থা’ করায় কংগ্রেস নেতৃত্বের অভিযোগ তুলে জানায়, বিজেপি প্রতিহিংসার রাজনীতি করছে।

প্রসঙ্গত কেবলমাত্র রাহুল গান্ধী নয় সোনিয়া গান্ধীকেও তলব করেছিল ইডি কিন্তু করোনায় আক্রান্ত হওয়ার জন্য এবং শারীরিক অসুস্থতার কারণে বেশ কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

ইডিকে চিঠি দিয়ে নিজের শারীরিক অসুস্থতার কারনে আরো কিছুদিন চেয়ে নিয়েছেন তিনি।

Advertisement