কি পতনের মুখে এনসিপি, শিব সেনা, কংগ্রেস জোট সরকার? ঘুরে বেড়াচ্ছে এই একটা বড় প্রশ্ন।
সোমবার বিধান পরিষদ নির্বাচনে মুখ পড়েছে এই জোটের। আর তার পর থেকেই সিঁদুরে মেঘ দেখছে জোট সরকার। কারণ?
Advertisement
সূত্রের খবর, সোমবারের পর থেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না মহারাষ্ট্র সরকারের নগরোন্নয়ন মন্ত্রী একনাথ শিন্দে।
Advertisement
এখানেই শেষ নয়, শিবসেনার আরও ১০ বিধায়কের সঙ্গেও যোগাযোগ করতে পারছে না শিবসেনা শিবির।
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তবে কি ফের আরও একটি রাজ্য হাতছাড়া হতে চলেছে কংগ্রেস জোটের?
সূত্রের খবর, গুজরাতের একটি পাঁচতাঁরা হোটেলে আছেন এক নাথ সহ বাকী ১০ বিধায়ক। প্রসঙ্গত, এই ১০ বিধায়কের সমর্থন পেলেই সরকার গড়বে বিজেপি।
Advertisement



