• facebook
  • twitter
Friday, 5 December, 2025

মায়াপুরের ঘাট বাধাতে ১৬কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের

'ন্যাশনাল মিশন ফিরে ক্লিন গঙ্গা' মিশনের অধীনে প্রায় ১৬কোটি টাকা দেওয়া হয়েছে 'ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা' প্রকল্পে আগামী ২বছরে সেজে উঠবে ইসকন গঙ্গা ঘাট।

এবার বাংলার পর্যটন আকর্ষনে নতুন পালক। আধুনিক ভাবে সাজানো হচ্ছে নদিয়ার ইসকন মায়াপুরকে। সাজানো হচ্ছে মাযাপুরের বিখ্যাত শ্রীল প্রভুপাদ ঘাটকে।

‘ন্যাশনাল মিশন ফিরে ক্লিন গঙ্গা ‘ মিশনের অধীনে প্রায় ১৬ কোটি টাকা দেওয়া হয়েছে ‘ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা’ প্রকল্পের আওতায় আগামী ২ বছরের মধ্যে সেজে উঠবে ইসকনের গঙ্গা ঘাট

Advertisement

গঙ্গার পার বাঁধানোর পাশাপাশি, তৈরি হবে নতুন পার্ক, স্নানঘর ও পোষাক বদলের আধুনিক ব্যবস্থা।

Advertisement

নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে স্নানের জায়গা, আলাদা করে শিকল দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে, যাতে সেখানেই নির্দিষ্ট জায়গায় স্নান করেন মায়াপুরে ঘুরতে আসা পুণ্যার্থীরা।

শুক্রবার এই নতুন প্রকল্পের ভূমি পুজো তে উপস্থিত ছিলেন ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা র ডাইরেক্টর জেনারেল

Advertisement