• facebook
  • twitter
Friday, 19 December, 2025

“ভিত্তিহীন কথা বলা উনার স্বভাব”: শান্তনু সেন

দিলীপ ঘোষকে কটাক্ষ করে তিনি আরও বলেন," আসলে মিডিয়া তে টিকে থাকতে গেলে এই ধরণের মন্তব্য উনাকে করতেই হবে। না হলে বাংলার মানুষ উনাকে ভুলে যাবে।"

অনুব্রত ইস্যুতে দিলীপ ঘোষকে তীব্র আক্রমণ শlনালেন রাজ্যসভার তৃণমূল সাংসদ ও দলীয় মুখপাত্র ডা: শান্তনু সেন।

সোমবার বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন বিজেপির সর্ব ভারতীয় সহ- সভাপতি।

Advertisement

এমনকী দোর্দণ্ড প্রতাপ এই তৃণমূল নেতাকে হাসপাতালে ভর্তি না হয়ে সিবিআইয়ের হাতে ধরা দেওয়ার পরামর্শও দেন তিনি। বিশেষ করে হাসপাতালে থাকলে বীরভূমের জেলা সভাপতিকে খুন করা হতে পারে বলেও মত তাঁর।

Advertisement

আর বিজেপির সর্বভারতীয় সহ- সভাপতির এহেন বক্তব্যকে নস্যাৎ করে তৃণমূলের রাজ্যসভা সংসদ ও দলীয় মুখপাত্র ডা: শান্তনু সেন বলেন,” উনার কথার গুরুত্ব বা ভিত্তি কিছুই নেই। এই ধরণের ভিত্তিহীন কথা বলা উনারা স্বাভাব।”

এর পাশাপাশি দিলীপ ঘোষকে কটাক্ষ করে তিনি আরও বলেন,” আসলে মিডিয়া তে টিকে থাকতে গেলে এই ধরণের মন্তব্য উনাকে করতেই হবে। না হলে বাংলার মানুষ উনাকে ভুলে যাবে।”

Advertisement