আলিয়া বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হচ্ছেন শেখ আবু তাহের কামরুদ্দিন । ওই বিশ্ববিদ্যালয়টি সংখ্যালঘু কলাণ ও মাদ্রাসা বিষয়ক দফতরের অধীন। ওই দফতর মঙ্গলবার আবু তাহের কামরুদ্দিনের নামে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
তিনি বর্তমানে রাজ্য মাদ্রাসা বোর্ডের সভাপতি। আপাতত দু’টি পদ সামলাবেন তিনি। তাঁকে দ্রুত বিশ্ববিদ্যালয় উপাচার্য হিসেবে কাজে যোগ দিতে বলা হয়েছে। যদিও তাঁর নিয়োগ নিয়ে বিভিন্ন মহলের প্রশ্ন আছে।
Advertisement
উপাচার্য পদে বসতে অন্তত পাঁচ বছর প্রফেসর হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হয়। তাঁর সেই অভিজ্ঞতা নেই বলে জানা যাচ্ছে। মাদ্রাসা বোর্ডের সভাপতি হওয়ার আগে তিনি একটি কলেজের অধ্যক্ষ ছিলেন।
Advertisement
Advertisement



