ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, আগামী ২৭ মার্চ পাঁচদিনের জন্য একাধিক কর্মসূচি নিয়ে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। এবারের সফরের সিংহভাগ জুড়ে থাকবে দার্জিলিং এর উন্নয়নের বিষয়টি।
Advertisement
জিটিএ এবং দার্জিলিং-এর পঞ্চায়েত নির্বাচন নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
Advertisement
নবান্ন সূত্রে খবর, আগামী ২৭ মার্চ কলকাতা থেকে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। ২৭, ২৮, ২৯ মার্চ দার্জিলিংয়ে কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের।
এরপর তিনি ফিরে আসবেন শিলিগুড়িতে। সেখানে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে যোগ দেবেন।
মুখ্যমন্ত্রীর সফরের আগে এদিন নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা।
৩১ মার্চ মুখ্যমন্ত্রীর উত্তরকন্যায় একটি কর্মসূচি আছে বলে জানা গিয়েছে। পয়লা এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় ফিরবেন।
সূত্রের খবর, এবার উত্তরবঙ্গে পাঁচ দিনের সফরের সিংহভাগ জুড়েই থাকবে দার্জিলিংয়ের উন্নয়নের জন্য রাজ্যে একাধিক প্রকল্প রয়েছে।
সেইসব প্রকল্প কীভাবে বাস্তবায়ন করা যায়, তা নিয়েও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী। এছাড়াও জিটিও এবং দার্জিলিংয়ের পঞ্চায়েত নির্বাচন নিয়েও আলোচনা হতে পারে।
Advertisement



