• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

শশী থারুরের বই উদ্বোধনে মিমি চক্রবর্তী

শশী থারুরের প্রকাশিত সাম্প্রতিকতম বই ‘প্রাইড,প্রেজুডিস অ্যান্ড পন্ডিট্রি’র আনুষ্ঠানিক প্রকাশ করলেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী।

শশী থারুরের বই উদ্বোধনে মিমি চক্রবর্তী (Photo:SNS)

প্রভা খৈতান ফাউন্ডেশনের কিতাব শীর্ষক অনুষ্ঠানে শশী থারুরের রূপা এন্ড কোম্পানি থেকে প্রকাশিত সাম্প্রতিকতম বই ‘প্রাইড, প্রেজুডিস অ্যান্ড পন্ডিট্রি’র আনুষ্ঠানিক প্রকাশ করলেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী সম্প্রতি কলকাতার এক পাঁচতারা হোটেলে।

লেখক শশী থারুরের নবতম এই বইতে উঠে এসেছে আধুনিক ভারতের ইতিহাস, ভারতীয় রাজনীতি, ক্রিকেট সহ বিভিন্ন বিষয়। বইটির আনুষ্ঠানিক প্রকাশের পরই এক আলাপচারিতায় অংশগ্রহণ করেন তিরুঅনন্তপুরমের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুর।

Advertisement

আলাপচারিতায় ছিলেন নয়ডার এহেশাশ ওমেন শিঞ্জিনী কুলকার্নি। আলাপচারিতায় উঠে আসে প্রকাশিত বইয়ের বিষয় থেকে সাম্প্রতিক বিভিন্ন বিষয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন প্রান্তের এহেশাশ নারী-মল্লিকা ভার্মা, এ দত্ত, অনিতা প্রধান, অনুভা আর্য, শিঞ্জিনী কুলকার্নি এবং প্রভা খৈতান ফাউন্ডেশনের পক্ষে মনীষা জৈন

Advertisement

Advertisement