• facebook
  • twitter
Friday, 5 December, 2025

দেশে ওমিক্রন পজিটিভের সংখ্যা বেড়ে ২১

জামনগর ও মহারাষ্ট্রে একজন করে ওমিক্রন আক্রান্তের সন্ধান মেলে। ওই যাত্রীদের সংস্পর্শে যারা এসেছেন তাদের মধ্যে ১৪ জনকে শণাক্ত করা গেছে।

পুণে, মহারাষ্ট্রে, জয়পুর ও দিল্লিতে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে। মহারাষ্ট্রের অতিরিক্ত মুখ্যসচিব (স্বাস্থ্য) ডক্টর প্রদীপ ভ্যস বলেন, দেশের বিভিন্ন রাজ্যে অর্থাৎ মহারাষ্ট্র, রাজস্থান ও দিল্লিতে ওমিক্রন প্রজাতির করোনা ভাইরাসের সন্ধান পাওয়া গেছে।

দেশে এই মুহুর্তে ওমিক্রন পজিটিভের সংখ্যা ২১। এর মধ্যে প্রথম দু’জন ওমিক্রন আক্রান্তের হদিশ কর্নাটকে পাওয়া যায়। তারপর জামনগর ও মহারাষ্ট্রে একজন করে ওমিক্রন আক্রান্তের সন্ধান মেলে। ওই যাত্রীদের সংস্পর্শে যারা এসেছেন তাদের মধ্যে ১৪ জনকে শণাক্ত করা গেছে।

Advertisement

৪৪ বছরের ওই ব্যক্তির শরীরে মৃদু উপসর্গ দেখা গেছে। অন্য পাঁচজন আক্রান্ত হলেও কোনও উপসর্গ দেখা যায়নি। সমস্ত রোগীকে স্থানীয় পিম্পরি-চিনচাওয়াড় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় পুর কমিশনার জানিয়েছেন এদের শারীরিক অবস্থা স্থিতিশীল।

Advertisement

Advertisement