• facebook
  • twitter
Monday, 12 May, 2025

রোহিতের বার্তা

আইপিএল সফর শেষ করার পর সমর্থকদের উদ্দেশ্যে মুম্বইয়ের অধিনায়ক রোহিত শর্মা বার্তা দিলেন, আমরা এ বছর তোমাদের আশা পুরণ করতে পারিনি।

রোহিত শর্মা (Photo: Paul ELLIS / AFP)

আইপিএল সফর শেষ করার পর সমর্থকদের উদ্দেশ্যে মুম্বইয়ের অধিনায়ক রোহিত শর্মা বার্তা দিলেন, আমরা এ বছর তোমাদের আশা পুরণ করতে পারিনি। তবে আমাদের অতীতের সাফল্যগুলি তোমরা মনে রেখে আমাদের পাশে থেক এভাবেই।

গোটা মরশুম জুড়ে ওঠা নামা, এবং অনেক কিছু শেখা হয়েছে। তবে এই চোদ্দটি ম্যাচ শেষ দু-তিন মরশুমের সাফল্যকে ছোট করে দিতে পারবে না।

যে ক্রিকেটাররাই নীল সোনালি জার্সি পড়েছে, নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে সেটাই আমাদের একটা দল হিসাবে তৈরি করে দিয়েছে, এটা একটা পরিবার হয়ে গেছে।