• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ফের বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম

দেশের রাজধানী দিল্লিতে ১৭০০ টাকা ছাড়িয়ে গেল রান্নার গ্যাসের দাম। আর পুজোর মরসুমের আগে কলকাতায় তা পৌঁছে গেল ১৮০০-র অঙ্কে।

দেশের রাজধানী দিল্লিতে ১৭০০ টাকা ছাড়িয়ে গেল রান্নার গ্যাসের দাম। আর পুজোর মরসুমের আগে কলকাতায় তা পৌঁছে গেল ১৮০০-র অঙ্কে। তেল সংস্থাগুলির শুক্রবার বাণিজ্যিক ব্যবহারের জন্য প্রয়ােজনীয় গ্যাসের দাম সিলিন্ডার প্রতি সাড়ে ৪৩ টাকা বাড়িয়েছে।

এর ফলে রাজধানী দিল্লিতে বাণিজ্যিক ভাবে ব্যবহারের জন্য ১৯ কিলােগ্রাম গ্যাস। সিলিন্ডারের দাম দাঁড়াল ১৮০৫ টাকা ৫০ পয়সা। কলকাতায় ১৭৩৬ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে দাঁড়াল ১৮০৫ টাকা ৫০ পয়সায়। এই মূল্যবৃদ্ধির ফলে উৎসবের মরসুমে হােটেল-রেস্তরাঁর মতাে বাণিজ্যিক কাজকর্মের খরচ বাড়বে।

Advertisement

ফলে বাড়তে পারে ক্রেতাদের বিলের অঙ্কও। তবে গৃহস্থের ব্যবহৃত ১৪.২ কিলােগ্রামের (ভুর্তুকিহীন) গ্যাস সিলিন্ডারে দাম এই ধাক্কায় বাড়ানাে হয়নি প্রসঙ্গত, গত ১ সেপ্টেম্বর বাণিজ্যিক ব্যবহারের জন্য প্রয়ােজনীয় গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৭৫ টাকা বাড়িয়েছিল কেন্দ্র।

Advertisement

Advertisement