• facebook
  • twitter
Friday, 30 January, 2026

উত্তরপ্রদেশে অজানা জ্বরে পর পর মৃত্যু

মারণ জ্বর ১২ জনের প্রাণ নেওয়ার পর গ্রামবাসীদের ধারণা মহামারী ছড়িয়েছে। উত্তরপ্রদেশের কারসৌলি গ্রামে গেলে এখন দেখা যাবে প্রায় সব দরজায় তালা ঝুলছে।

প্রতিকি ছবি (File Photo: IANS)

মারণ জ্বর ১২ জনের প্রাণ নেওয়ার পর গ্রামবাসীদের ধারণা মহামারী ছড়িয়েছে গ্রামজুড়ে। উত্তরপ্রদেশের কানপুর নগর জেলার কারসৌলি গ্রামে গেলে এখন দেখা যাবে প্রায় সব দরজায় তালা ঝুলছে।

গবাদি পশুদের দেখাশােনার জন্য কয়েকজন মাত্র রয়ে গিয়েছে গ্রামে। গ্রাম প্রধান গীতা বলছেন, অজানা জ্বর বাড়ছিল গ্রামে। ঘরে ঘরে অসুস্থ হয়ে পড়ছিলেন সকলে।

Advertisement

সম্প্রতি পর পর ১২ জন মারা যাওয়ার পরে গ্রাম ছেড়ে সকলেই পালাতে শুরু করেন। এখন গােটা গ্রামই শুনশান। কয়েকটি পরিবারের পুরুষরা রয়ে গিয়েছেন খালি। মহিলা ও শিশুদের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। কেউ গ্রামের বাইরে ঘর ভাড়া নিয়ে আছেন।

Advertisement

কিন্তু গ্রামে ঢুকতে চাইছেন না। পরিস্থিতি দেখে নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন। বিশেষজ্ঞের টিম পাঠানাে হঠেছে গ্রামে। আক্রান্তদের নমুনা পরীক্ষা করে প্রাথমিকভাবে ধরা পড়েছে ডেঙ্গি ও ম্যালেরিয়া। আরও অন্যান্য ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে বলেও অনুমান বিশেষজ্ঞ দলের।

গ্রামবাসীরা বলছেন, প্রত্যেক পরিবারে পুরুষ ও মহিলা সদস্যরা সকলেই কাজ করেন। কেউ দিন মজুর, কেউ কারখানার শ্রমিক। এখন সকলেই অসুস্থ হয়ে পড়লে সংসার চালানাে দায় হবে। তাই আপাতত গ্রামের বাইরেই থাকছেন সকলে।

উত্তরপ্রদেশে ডেঙ্গির প্রকোপ মারাত্মক। সবচেয়ে খারাপ অবস্থা ফিরােজাবাদ জেলার। গত দু’সপ্তাহে ওই জেলায় ডেঙ্গি আক্রান্ত হয়ে ১১৪ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৮৮ জন শিশু।

Advertisement