শুক্রবার আফগানিস্তানের নতুন সরকার গঠন করবে তালিবান। সেই দেবে? একটি সূত্রের দাবি, তালিবানের যুগ্ম প্রতিষ্ঠাতা মােল্লা বরাদরই সম্ভবত নেতৃত্ব দেবে নতুন তালিবান সরকারের আপাতত সমস্ত গুরুত্বপূর্ণ তালিবান নেতারাই কন্দহরে হাজির হয়ে গিয়েছে। শুরু হয়ে গিয়েছে আলােচনা।
এদিনই নমাজের পরে ঘােষিত হতে পারে সরকার। মােল্লা বাদর ছাড়াও তালিবান সরকারের শীর্ষ নেতৃত্বে থাকবে মােল্লা ওমরের ছেলে মােল্লা মহম্মদ ইয়াকুব ও শের মহম্মদ আব্বাসের মতাে আরও অনেকে। তবে বরাদরের পাশাপাশি আলােচনায় রয়েছে আখুজাদাও।
Advertisement
অন্য একটি সূত্রের দাবি, ইরানের ধাঁচে সরকার গড়বে তালিবান। আর সেই সরকারের নেতৃত্বে থাকবে প্রবীণ ওই নেতা। এদিকে নতুন সরকার গঠনের আগেই তালিবান সংসারের দ্বন্দ্ব প্রকাশ্যে এসে পড়েছে। মন্ত্রিসভায় জায়গা পাওয়া নিয়ে হাক্কানি গােষ্ঠী এবং কান্দাহারের মােল্লা ইয়াকুব গােষ্ঠীর মধ্যে মতবিরােধ দেখা দিয়েছে।
Advertisement
যা সরকার গঠনের আগেই অস্বক্তিতে ফেলেছে তালিবানকে। তালিবানের সেনাবাহিনীর দায়িত্বে রয়েছে মােল্লা ইয়াকুব গােষ্ঠী। নতুন সরকারের মন্ত্রিসভায় ঠাঁই দেওয়ার দাবি জানিয়েছে তারা।
কিন্তু হাক্কানি গােষ্ঠী সেখানে নিজেদের প্রভাব খাটানাের চেষ্টা করছে বলে অভিযােগ উঠছে। শুধু হাক্কানি বা ইয়াকুব গােষ্ঠীই নয়, একে একে তালিবানের অন্য গােষ্ঠীগুলিও নিজেদের অধিকার নিয়ে সরব হতে শুরু করেছে। আর তাতেই সিঁদুরে মেঘ দেখছে তালিবানের শীর্ষনেতারা।
যদিও বুধবার রাতের বৈঠকের পরে তালিবানের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ইসলামিক নেতাদের প্রাধান্য আফগানিস্তানে সরকার তৈরি করবে তারা। তবে তখনই মন্ত্রিসভা সম্পর্কে বিশদে কিছু জানায়নি তারা।
Advertisement



