সকালে নিউ টাউনে ইকো পার্কে প্রাতঃভ্রমণ করতে এসে বিষকাণ্ড নিয়ে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘােষ। তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা হওয়া সত্ত্বেও এমন লজ্জার ঘটনা ঘটছে। তাদের অন্যায়ভাবে বদলি করা হচ্ছে, বাড়ানাে হচ্ছে না মহার্ঘ ভাতা। রাজ্য সরকারের বিরুদ্ধে মুখ খুললেই তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে।
উপনির্বাচন নিয়ে তিনি বলেন তৃণমূল চাইছে রাজ্যে দ্রুত উপৰ্বিাচন করা হােক। কারণ মুখ্যমন্ত্রী থাকার জন্য ওই মহিলা পাগল হয়ে যাচ্ছেন। তাই কোভিড বাড়লেও তিনি নির্বাচন চাইছেন। বিজেপি কোভিড বাড়ার আশঙ্কায় প্রতি বুথে দু’জন করে কর্মীকে সচেতনতা অভিযানে অংশ নিতে বলা হয়েছে।
Advertisement
বিজেপির তারকা নেত্রীর প্রসঙ্গে তিনি বলেন, উনি আগেই দলের হােয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করেছেন। দলে প্রতিটি কর্মীকে সম্মান দেওয়া হয়। তাতেও যদি কারও ভাল না লাগে তিনি দলে না থাকতে পারেন। এতে দলের কোনও ক্ষতি হবে না।
Advertisement
Advertisement



