করােনা : দেশে একলাফে দৈনিক সংক্রমণ বাড়ল ৩৬ শতাংশ

করােনা নিয়ে ফের উদ্বেগ বাড়ছে। তৃতীয় ঢেউয়ের আশঙ্কা ক্রমশ জোরদার হচ্ছে। প্রায় পাঁচ মাস পর মঙ্গলবার দেশের দৈনিক কোভিড সংক্রমণ নেমেছিল ২৮ হাজারে।

Written by SNS Delhi | August 12, 2021 3:11 pm

প্রতীকী ছবি (Photo by SAM PANTHAKY / AFP)

করােনা নিয়ে ফের উদ্বেগ বাড়ছে। তৃতীয় ঢেউয়ের আশঙ্কা ক্রমশ জোরদার হচ্ছে। প্রায় পাঁচ মাস পর মঙ্গলবার দেশের দৈনিক কোভিড সংক্রমণ নেমেছিল ২৮ হাজারে। বুধবার ফের তা বাড়ল।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৩৫৩ জন। এই নিয়ে মােট আত্ৰণন্তের সংখ্যা হল ৩ কোটি ২০ লক্ষ ৩৬ হাজার ৫১১ জন। মঙ্গলবারের তুলনায় দৈনিক মৃত্যুও বেড়েছে।

যদিও ৫০০ র কাছাকাছি রয়েছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করােনা প্রাণ কেড়েছে ৪৯৭ জনের। মােট ৪ লক্ষ ২৯ হাজার ১৭৯ জন প্রাণ হারিয়েছেন করােনায়। রাজ্যে রাজ্যে করােনা সংক্রমণের পরিস্থিতি খুব একটা পরিবর্তন হয়নি।

গত ২৪ ঘণ্টায় কেরলে আক্রান্ত হয়েছে ২১ হাজারেরও বেশি। মহারাষ্ট্রে ৫ হাজার ৬০৯ জন, তামিলনাড় ১৮৯৩, অন্ধ্রপ্রদেশ ১৪৬১, কর্নাটক ১৩৩৮, ওড়িশা ১০৪১, অসম ৯২৯ জন। দেশের অন্যান্য রাজ্যগুলিতে সংক্রমণ ১ হাজারের নীচে রয়েছে বলে জানা গেছে।