বেলজিয়াম হকি দল প্রথমবার অলিম্পিকের আসর থেকে সােনার পদক জয় করল অস্ট্রেলিয়াকে পেনাল্টি শুটআউটে পরাজিত করে (৩-২) গােলে হারিয়ে। নির্দিষ্ট সময়ে খেলার ফলাফল ছিল (১-১)। অস্ট্রেলিয়া দল দারুণ ছন্দের মধ্যে ছিল।
কিন্তু এবারের অলিম্পিকের আসরে বেলজিয়াম অপ্রতিরােধ্য হয়ে উঠেছিল। বেলজিয়ামের কাছে হার স্বীকার করেই বিদায় নিতে হয়েছিল ভারতকে। এবারে টোকিও অলিম্পিকে হকির আসর থেকে বেলজিয়াম সােনা, অস্ট্রেলিয়া রুপাে ও ভারত ব্রোঞ্জ পদক জয় করল।
Advertisement
Advertisement
Advertisement



