• facebook
  • twitter
Saturday, 31 January, 2026

ফ্রান্সেও সাংবাদিকদের ফোনে আড়ি পাতার অভিযােগে তদন্ত শুরু

ফরাসি সাংবাদিকদের ফোনেও আড়ি পাতা হয়েছে, এই অভিযােগকে সামনে রেখে বিশেষ তদন্তের নির্দেশ দিল ফ্রান্স।

প্রতীকী ছবি (Photo: iStock)

ফরাসি সাংবাদিকদের ফোনেও আড়ি পাতা হয়েছে, এই অভিযােগকে সামনে রেখে বিশেষ তদন্তের নির্দেশ দিল ফ্রান্স। ইজরায়েলি ম্যালওয়্যার পেগাসাসের মাধ্যমে ফরাসি সাংবাদিকদের ফোনে আড়ি পাতা হয়েছিল। ফোনে আড়ি পাতা, অপরাধমূলক ষড়যন্ত্রের ১০ টি অভিযােগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে ফ্রান্সে। 

তদন্তমূলক পত্রিকা ‘লা কানরাড’ একটি পৃথক অভিযােগও দায়ের করেছে। এই পত্রিকার একাধিক সাংবাদিকের ফোনে আড়ি পাতা হয়েছিল। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য ওয়াশিংটন পােস্ট’, ‘দ্য গার্ডিয়ান’ সহ একাধিক সংবাদমাধ্যমের ৫০ হাজার ফোন নম্বরের একটি তালিকার কথা বলা হয়েছে। সেই তালিকায় ফরাসি সাংবাদিকরাও রয়েছ। 

Advertisement

মরােক্কোর গােয়েন্দা সংস্থা তাদের ফোনে আড়ি পেতেছে। যদিও মরােক্কোর তরফে স্পষ্ট বলা হয়েছে, তারা কারও কোনও ব্যক্তিগত পরিসরের খবর নিতে কোনও কম্পিউটার সফটওয়্যার ব্যবহার করেনি।

Advertisement

Advertisement