বীরভূমের লাভপুরের লাঘাটা এলাকায় বুধবার ২১ জুলাই সকালে স্থানীয় জঙ্গলে জ্বালানীর কাঠ সংগ্রহ করতে গিয়ে এক আদিবাসী মহিলা একটি শিশুর কান্না শুনতে পেয়ে চমকে যান।
তিনি জঙ্গলের ভিতরে গিয়ে সেখানে একটি সদ্যোজাত শিশুকন্যাকে পড়ে থাকতে দেখে বিষয়টি স্থানীয় মানুষজনদের জানান। তারপরই বিষয়টি জানানাে হয় লাভপুর থানায়। লাভপুর থানার পুলিশ গিয়ে শিশুকন্যাটিকে উদ্ধার করে প্রথমেই নিয়ে আসে লাভপুর হাসপাতালে।
Advertisement
পরে শিশুকন্যাটিকে নিয়ে আসা হয় বােলপুর মহকুমা হাসপাতালে। বর্তমানে শিশুকন্যাটি সুস্থ রয়েছে। মনে করা হচ্ছে যে, কোনও কুমারীর গর্ভের সন্তান এটি। তাই ফেলে যাওয়া হয়েছে অথবা কন্যাশিশু হওয়ার জন্যও ফেলে দিয়ে যাওয়া হতে পারে।
Advertisement
Advertisement



