• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বিজেপিতে যােগ দিলেন সানি দেওল!রয়েছেন সম্ভাব্য প্রার্থীতালিকায়

মঙ্গলবার বিজেপিতে যােগ দিলেন বলিউড অভিনেতা সানি দেওল

সানি দেওল(Photo: IANS)

মঙ্গলবার বিজেপিতে যােগ দিলেন বলিউড অভিনেতা সানি দেওল।নির্মলা সীতারমণের উপস্থিতিতে তিনি বিজেপিতে যােগ দেন।তাঁকে খুব সম্ভবত পাঞ্জাবের গুরদাসপুর আসন থেকে প্রার্থী করা হবে।দিন কয়েক আগে পুনে বিমানবন্দরে বিজেপি সভাপতি অমিত শাহের সঙ্গে বৈঠক করেছিলেন সানি দেওল।১৯ এপ্রিল পুনে বিমানবন্দরে বিজেপি সভাপতি অমিত শাহের সঙ্গে দেখা করেন সানি দেওল।তারপর থেকেই তাঁর বিজেপিতে যােগ দেওয়া নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে।পাঞ্জাবে বিজেপির সঙ্গে শিরােমণি আকালি দলের জোট রয়েছে।বিজেপি রাজ্যের অমৃতসর,গুরদাসপুর এবং হােসিয়ারপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছে।অভিনতা সানি দেওয়লের বাবা ধর্মেন্দ্র ২০০৪সালে বিজেপির হয়ে রাজস্থানের বিকানের থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছিলেন।তাঁর সৎ মা হেমা মালিনী মথুরা থেকে এবারের বিজেপি প্রার্থী।

Advertisement

Advertisement