নভােজ্যোত সিং সিধুর বিপুল বকেয়া বিদ্যুৎ বিল ভাইরাল হলাে সােশ্যাল মিডিয়ায়। তাও পাঞ্জাবে আসন্ন বিধানসভার নির্বাচনের আগে।
পাঞ্জাবে ক্ষমতাসীন রয়েছে জাতীয় কংগ্রেস। ইতিমধ্যেই ভােটকুশলী প্রশান্ত কিশােরের সাথে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহের চুক্তি ঘটেছে।
Advertisement
দলীয় অভ্যন্তরীণ কোন্দলে আসরে নামানাে হতে পারে প্রাক্তন জাতীয় ক্রিকেটার এবং প্রাক্তন মন্ত্রী নভােজ্যোত সিং সিধুকে।
Advertisement
চলতি বিদুৎ বিভ্রাট নিয়ে জেরবার পাঞ্জাব সরকার। গত শুক্রবার রাজ্য বিদুৎ দপ্তরকে লক্ষ্য করে ৯ টি সমালােচনামূলক টুইট করেন সিধু।
টুইট পরবর্তী সােশ্যাল মিডিয়ায় ভাইরাল হলাে অভিযােগকারী সিধুর বিপুল বকেয়া বিদ্যুৎ বিল।
পাঞ্জাব রাজ্য সরকারকে তুমুল সমালােচনা করে নিজেই সমলােচিত হচ্ছেন এত পরিমাণ বিদ্যুৎ বিল না মেটানাের জন্য।
সিধুর অমৃতসর বাড়িতে ১৭ লক্ষ টাকা বাকি ছিল গত বছর। চলতি বছরের গতমাসে সিধু ১০ লক্ষ টাকা জমাও দেন। তবে বর্তমানে তা দাড়িয়েছে ৮ লক্ষ ৬৭ হাজার ৫৪০ টাকাতে।
Advertisement



