• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

কলির রাম ! রীতিমতাে ‘স্বয়ম্বর’ সভায় ধনুক ভেঙে বিয়ে করলেন যুবক

রাজা জনক সীতার জন্য স্বয়ম্বর সভার আয়ােজন করেছিল সেই সভায় রাম শিল্পে বরদান পাওয়া ধনুক ভেঙেছিলেন। এরপর সীতা রামকে স্বামী হিসাবে গ্রহণ করে।

প্রতীকী ছবি

রাজা জনক সীতার জন্য স্বয়ম্বর সভার আয়ােজন করেছিল সেই সভায় রাম শিল্পে বরদান পাওয়া ধনুক ভেঙেছিলেন। এরপর সীতা রামকে স্বামী হিসাবে গ্রহণ করে। সেই রামায়ণের ঘটনার মতন বিহারেও বসল স্বয়ম্বর সভা ।

এই সভা এখন নেট দুনিয়ায় ভাইরাল। বিহারের সারন জেলার সবলপুরে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে কনের বাড়িতে এ ধরনের স্বয়ম্বর সভার আয়ােজন করা হয়েছিল। সেখানে একটি মঞ্চ ছিল, আর সেই মঞ্চে একটি ধনুক রাখা ছিল।

Advertisement

পাত্র ধীর পায়ে এগিয়ে এসে ধনুক তােলেন আর ধনুক ভাঙতেই চারদিকে থাকা অতিথিরা পাত্রকে লক্ষ্য করে ফুল ছুঁড়তে শুরু করে। পাত্র ধনুক ভাঙতেই পাত্রী যুবককে স্বামী হিসাবে স্বীকার করে। মালাবদল হয়ে যায় এই নিয়ে বেশ চর্চা চলছে বিহার জুড়ে।

Advertisement

Advertisement