• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

কোভিশিল্ড টিকা নিলে ইউরােপীয় ইউনিয়নের দেশগুলিতে যাওয়া যাবে না

ইউরােপীয় ইউনিয়ন অন্তর্বর্তী দেশগুলিতে প্রবেশ করার জন্য যে টিকাগুলিকে মান্যতা দিয়েছে কোভিশিল্ড তাদের মধ্যে নেই।

কোভিশিল্ড (Photo: Kuntal Chakrabarty/IANS)

কোভ্যাক্সিনের পর এবার কোভিশিল্ডের টিকা নিয়েও বিদেশ যাওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হল। ইউরােপীয় ইউনিয়ন অন্তর্বর্তী দেশগুলিতে প্রবেশ করার জন্য যে টিকাগুলিকে মান্যতা দিয়েছে কোভিশিল্ড তাদের মধ্যে নেই।

ফলে সমস্যা জটিল হতে পারে বুঝতে পেরেই সােমবার সেরম ইনস্টিটিউটের কর্ণধার আদর পুনাওয়ালা টুইটে জানান, আমি বুঝতে পারছি কোভিশিল্ড নেওয়ার পর ভারত থেকে ইউরােপীয় ইউনিয়নের অন্তর্বর্তী দেশগুলিতে যেতে অনেকে সমস্যায় পড়েছেন। আমি এ বিষয়টিকে আলােচনার জন্য সর্বোচ্চ স্তরে নিয়ে যাব এবং খুব তাড়াতাড়ি এর সমস্যার সমাধান করব, এই প্রতিশ্রুতি আমি আপনাদেরকে দিচ্ছি। 

Advertisement

উল্লেখ্য, ‘ডিজিটাল কোভিড সার্টিফিকেট’ ১ জুলাই থেকে চালু হচ্ছে ইউরােপীয় ইউনিয়ন অন্তর্বর্তী দেশগুলিতে। এইসব দেশে যেতে হলে, প্রমাণপত্র দিতে হবে টিকা নেওয়ার। যে চারটি টিকাকে তালিকায় রাখা হয়েছে তার মধ্যে কোভিশিল্ডের নাম নেই। এরপরেই ভারতীয়দের অনেকেই টুইটে ক্ষোভ প্রকাশ করেছেন। 

Advertisement

এরপর আদর পুনাওয়ালা নিজেই উদ্যোগী হয়ে টুইট করে জানান, সমস্যার সমাধানে তিনি সর্বোচ্চ স্তরে কথা বলবেন এবং উদ্যোগী হবেন।

Advertisement