• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

তৃণমূলে আট জেলার জেলা সভাপতি বদল শীঘ্রই 

এক ব্যক্তি এক পদ। এই নীতি নিয়েই আগামী দিনে চলবে তৃণমূল এমনই ইঙ্গিত দেওয়া হয়েছে শাসক দলের পক্ষ থেকে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (File Photo: IANS)

এক ব্যক্তি এক পদ। এই নীতি নিয়েই আগামী দিনে চলবে তৃণমূল এমনই ইঙ্গিত দেওয়া হয়েছে শাসক দলের পক্ষ থেকে।

যতদূর জানা যাচ্ছে এই সপ্তাহের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে শাসক দল।

Advertisement

রাজ্যের আটটি জেলার জেলা সভাপতি পদে থাকা নেতারা তারা রাজ্য মন্ত্রিসভায় রয়েছেন এক ব্যক্তি এক পদ নীতি তৃণমূলে চালু হলে তাদেরকে সভাপতির পদ থেকে সরতে হবে। এমনটাই জানা গিয়েছে।

Advertisement

ইতিমধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে গিয়েছে, খুব শীঘ্রই তা জানিয়ে দেওয়া হবে।

আগামীর কথা ভেবে দলকে আরও বেশি করে মজবুত করতে এবং আরও অনেককে কাজের সুযােগ করে দিতে এই পথেই হাঁটতে চলেছে রাজ্যের শাসক দল।

Advertisement