• facebook
  • twitter
Friday, 5 December, 2025

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি ও কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে বামেদের বিক্ষোভ আরামবাগে

আরামবাগের গােঘাট ২ পঞ্চায়েতের কামারপুকুর এলাকায় সংগঠনের নেতাকর্মীরা দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন। মূলত কেন্দ্র সরকারের বিরুদ্ধেই তাদের সরব হাতে দেখা যায়। 

প্রতীকী ছবি (File Photo: Twitter | @CPIM_WESTBENGAL)

আরামবাগ মহকুমার কামাপুকুরে বৃহস্পতিবার সকাল থেকে আবার লাল ঝন্ডার হুংকার দেখল সেখানকার পথচলতি মানুষ। নির্বাচনের ফলাফলে শুন্য তাে কী হয়েছে? বামপন্থীদের একজনও যদি বেঁচে থাকে, এমনকি কেউ না-ও যদি বেঁচে থাকে তাহলেও বামপন্থী আদর্শ বেঁচে থাকবে। সেই আদর্শই মানুষকে পরিবর্তনের পথ দেখাবে। একমাত্র বামপন্থীরাই মেহনতী, গরিব গুর্বো মানুষের জন্য রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করবে।

 এমনই প্রত্যয় ঝড়ে পড়ছিল বাম নেতাদের কণ্ঠস্বরে। এদিন কেন্দ্রীয় কালা কৃষি আইনের প্রত্যাহারের দাবিতে, নিত্যপ্রয়ােজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে, পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নামল বাম শ্রমিক সংগঠন সিআইটিইউ। 

Advertisement

আরামবাগের গােঘাট ২ পঞ্চায়েতের কামারপুকুর এলাকায় সংগঠনের নেতাকর্মীরা দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন। মূলত কেন্দ্র সরকারের বিরুদ্ধেই তাদের সরব হাতে দেখা যায়। 

Advertisement

বাম শ্রমিক সংগঠন সিআইটিইউ-এর নেতা তিলক ঘােষের বক্তব্য, গােটা ভারতবর্ষের ১৩৮ কোটি মানুষ দেখছে, প্রতিদিন সমস্ত নিত্যপ্রয়ােজনীয় জিনিসের দাম বাড়ছে, পােস্ত আড়াই হাজার টাকা, সরষের তেল দেড়শাে টাকা ছাড়িয়ে দুশাের দিকে হাঁটছে, পেট্রোল ডিজেল প্রায় একশাের ঘরে চলে যাচ্ছে। পেট্রোপণ্যের দাম বাড়া মানেই সমস্ত কিছুর দাম বাড়া। এমনকি ওষুধের দামও বাড়ছে প্রতিদিন। দেশে সরকার আছে বলে মনে হচ্ছে না। এভাবে চলতে পারে না। আমাদের দেশে মহামারি চলছে, চারিদিকে আতঙ্ক। আমাদের দাবি প্রত্যেক নাগরিককে বিনামূল্যে কোভিড ভ্যাকসিন দিতে হবে। 

প্রসঙ্গত, এক সময় আরামবাগ বিশেষ করে গােঘাট বাম দুর্গ হিসাবে পরিচিত ছিল। অনেক পালা বদলের পর এক সময়ের বাম বিধায়ক বিশ্বনাথ কারক দল বদলে বিজেপির প্রার্থী হিসাবে বর্তমানে গােঘাটের বিধায়ক। বর্তমানে বিধানসভায় ঐতিহাসিকভাবে শূন্য ফল করার পরও বাম সংগঠনের এই ঘুরে দাঁড়ানাের চেষ্টা নিঃসন্দেহে উল্লেখযােগ্য বলে মনে করছেন রাজনৈতিক মহল।

Advertisement