দশদিন আগেই বাংলার বিরােধী দলনেতা শুভেন্দু অধিকারী দিল্লি সফরে গিয়েছিলেন। সেখানে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী, সহ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সাথে একান্ত বৈঠক সারেন। এরপর রাজভবনে পঞ্চাশের কাছাকাছি গেরুয়া। বিধায়কদের নিয়ে ভােট পবর্তী হিংসা নিয়ে রাজ্যপালের দরবারে যান শুভেন্দু।
এরপর আবার দিল্লি উড়ে যান রাজ্যপাল। দুদিন আগেই তিনি ফিরেছেন কলকাতায়। ঠিক এইরকম পরিস্থিতিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা জরুরি তলব করলেন বিরােধী দলনেতা শুভেন্দু অধিকারীকে।
Advertisement
সাংগঠনিক প্রধানের এহেন তলব বঙ্গ বিজেপির অন্দরমহলে গড়ে তুলেছে নানান প্রশ্নচিহ্ন। একাধারে যেমন রাজভবনে শুভেনর বিধায়কদের নিয়ে। যাওয়াটা নাকি আগাম জানতেন না খােদ রাজার বিজেপি সভাপতি দিলীপ ঘােষ।
Advertisement
আবার উত্তরবঙ্গ কে বিভাজনের পক্ষে বিপক্ষে তৈরি হয়েছে বঙ্গ বিজেপির মতভেদ। বাংলায় বিজেপির রাশ কর হাতে থাকবে তা নিয়ে চলছে বিজেপির আদি বনাম নব্যরে চোরাস্রোত।
তথাগত রায়ের মত বঙ্গ বিজেপির আদি নেতা সােশাল মিডিয়ায় প্রতিবাদ জানিয়েছে নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে। এখন দেখার শুভেন্দু অধিকারীকে কি বার্তা দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা মহাশয়?
Advertisement



