• facebook
  • twitter
Friday, 5 December, 2025

উদ্ধার নেশার ট্যাবলেট

কয়েক হাজার নেশার ট্যাবলেট ইয়াবা সহ তিন যুবক গ্রেফতার হল জলপাইগুড়িতে।এসটিএফ কোতােয়ালি থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করল।

প্রতীকী ছবি (Photo: iStock)

কয়েক হাজার নেশার ট্যাবলেট ইয়াবা সহ তিন যুবক গ্রেফতার হল জলপাইগুড়িতে। এসটিএফ কোতােয়ালি থানার পুলিশ যৌথভাবে সােমবার রাতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করল। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় এক কেজি ইয়াবা ট্যাবলেট। হিসেবে কয়েক হাজার ইয়াবা হবে জানায় পুলিশ।

মঙ্গলবার ধৃতদের আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়ে এই পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকা বাকি। অভিযুক্তদের খোঁজ শুরু করবে পুলিশ। ধৃতরা হলেন দিনহাটার বাসিন্দা জফিউদ্দিন মিঞা, বেরবাড়ির বাসিন্দা স্বপন নট্ট, কোচবিহারের মজিদুল হক।

Advertisement

জানা গিয়েছে, শিলিগুড়ি থেকে বাইকে করে কোচবিহারে উদ্দেশে যাচিছল পাচারকারীরা। এরপর রানী নগর এলাকায় জাতীয় সড়কে বাইকটি আটক করে এসটিএফ ও পুলিশ বাহিনী। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ইয়াবা ট্যাবলেট।

Advertisement

Advertisement